Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাবনে সামরিক অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৩ ২০:২৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ ০১:১৭

এই ঘর থেকে বন্ধু দেশগুলোর প্রতি ভিডিও বার্তা দেন প্রেসিডেন্ট আলি বঙ্গো

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থান ঘটিয়েছে সামরিক বাহিনী। এই অভ্যুত্থানের বিরুদ্ধে আওয়াজ তুলতে বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলি বঙ্গো। খবর বিবিসি।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট আলি বঙ্গো এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার ছেলে এক জায়গায়, আর স্ত্রী অন্য জায়গায়। কোথায় কি হচ্ছে আমি কিছুই জানি না।’

এ বিষয়ে কথা বলার জন্য ‘বন্ধুদের’ প্রতি আবারও আহ্বান জানান প্রেসিডেন্ট আলি বঙ্গো।

গ্যাবনে নির্বাচনের সময় প্রেসিডেন্ট পদে কাজ করা একটি আইটি কোম্পানি বিবিসি’কে এই ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করেছে। বঙ্গোর অফিস থেকে এই ভিডিওটি প্রচার করতে বলা হয়েছে।

ইতোমধ্যে প্রেসিডেন্ট আলি বঙ্গোর ছেলেকে আটক করা হয়েছে। অভ্যুত্থান ঘোষণার কিছুক্ষণ পরেই তাকে আটক করা হয়।

বুধবার (৩০ আগস্ট) ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি’র বরাত দিয়ে বিবিসি জানায়, প্রেসিডেন্ট আলি বঙ্গোর বড় ছেলে নুরেদ্দিন বঙ্গো ভ্যালেন্টিনকে (৩১) আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল জানায়, ভ্যালেনটিনকে ২০১৯ সালে ‘প্রেসিডেন্টিয়াল অ্যাফেয়ার্সের কো-অর্ডিনেটর’ হিসাবে মনোনীত করা হয়েছিল। তিনি ২১ মাস এই পদে ছিলেন।

প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ইয়ান ঘিসলাইন এনগোলো, প্রেসিডেন্টের দুইজন উপদেষ্টা এবং ক্ষমতাসীন গ্যাবোনিজ ডেমোক্রেটিক পার্টির (পিডিজি) দুই শীর্ষ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

এই ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, আত্মসাৎ, দুর্নীতি এবং প্রেসিডেন্টের সই জাল করার মতো অন্যান্য অভিযোগ রয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ভিডিওতে আলি বঙ্গো ইংরেজিতে কথা বলেন। এটি দেশটির অফিসিয়াল ভাষা। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গ্যাবন।

সারাবাংলা/এনএস

গ্যাবন টপ নিউজ সামরিক অভ্যুত্থান

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর