Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার আলোচনা, শুক্রবার র‌্যালি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ২০:০১

ঢাকা: বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সভায় বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতারা এবং বিশিষ্ট নাগরিকরা।

এছাড়া শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

এদিন বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি হবে। র‌্যালিটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, মতিঝিল শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

র‌্যালিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাসহ সব স্তরের নেতা-কর্মীরা অংশ নেবেন।

এছাড়া সারা দেশে বিএনপির ইউনিটগুলো সুবিধাজনক সময় অনুযায়ী আলোচনা সভাসহ অন্য কর্মসূচি পালন করবে।

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

সারাবাংলা/এজেড/এমও

প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর