Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তের শূন্যরেখায় রাখি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৯:৩১

দিনাজপুর: হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফসহ দুই দেশের নাগরিকদের অংশগ্রহণে রাখি উৎসব উদযাপিত  হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সীমান্তে ২৮৫/১১ এস পিলারসংলগ্ন শূন্যরেখায় ভারতের রোটারি ক্লাবের আয়োজনে এই রাখিবন্ধন উৎসব পালিত হয়।

দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফসহ বন্দর ব্যবসায়ীরা হাতে রাখি পড়িয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

রোটারি অফ ক্লাব বালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা বলেন, ‘রাখিবন্ধন আমাদের ভারতের একটি ঐতিহ্যবাহী উৎসব। ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আজ আমরা বালুরঘাট থেকে হিলি সীমান্তে এসেছি। উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সীমান্তে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা বিজিবি সদস্যদের হাতে রাখি পড়িয়ে দিয়েছি। হিলি বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পড়িয়ে তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। পাশাপাশি ভারত সীমান্ত রক্ষীবাহিনী বিএমএফ সদস্যদেরও রাখি পড়িয়ে মিষ্টি দিয়েছি। আমরা আশা করছি প্রতি বছর দুই দেশের মধ্যে সৌহার্দ্যপণ্য সম্পর্ক সুদৃঢ় করতে এই আয়োজন অব্যাহত থাকবে।’

এসময় বিজিবি পক্ষে আইসিপি চেকপোস্ট কমান্ডার দেলোয়ার হোসেন, ভারতের সিএন্ডএফ সেক্রেটারি পাপ্পু আগরোয়াল, বালুরঘাট রোটারি ক্লাবের সভাপতি উত্তম আগরওয়াল, সাধারণ সম্পাদক শুভজিত চট্টোপাধ্যায়সহ ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

রাখি উৎসব হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর