Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় মেয়ে-অন্তঃসত্ত্বা মা নিহত: চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৯:২১

কক্সবাজার: চকরিয়ায় ট্যাংক লরি ও অটোরিকশার সংঘর্ষে মেয়েসহ অন্তঃসত্ত্বা মা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় লরি চালক মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

তিনি জানান, গত রাতে র‍্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর যৌথ অভিযানে সীতাকুন্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে পলাতক মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করা হয়।

গত ২৪ আগস্ট চকরিয়া বরইতলির আমতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে পেকুয়ার মগনামা ঘাট এলাকার আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম ও তার মেয়ে জেসমিন আক্তার এবং তার পেটে থাকা অনাগত সন্তান মারা যায়। আহত হয় অন্তত ৪ জন।

এ ঘটনায় নিহত রোকেয়া বেগমের স্বামী আব্দুস সালাম বাদী হয়ে লরির অজ্ঞাতনামা চালককে আসামি করে চকরিয়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এমও

অন্তঃসত্ত্বা মা গ্রেফতার সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর