Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের ওপর হামলাকারী চিকিৎসকদের বিচার চেয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৮:০১

বরিশাল: শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) অধ্যক্ষের নেতৃত্বে ৭ সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলার বিচারের চেয়ে মানববন্ধন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)। এসময় ১০ দিনের আল্টিমেটাম দেন নেতারা।

বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।

সংগঠ‌নের সভাপ‌তি স্বপন খন্দকারের সভাপ‌তিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব‌রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপ‌তি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক অপূর্ব অপু, কামরুল আহসানসহ অনেকে।

বক্তারা সাংবা‌দিকদের ওপর হামলাকারী ডা. প্রবীর কুমার সাহা ও ডা. সৈয়দ বা‌কি বিল্লাহকে বিচারের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির ডাক দেবে সাংবাদিক ইউনিয়ন।

গত ২৬ আগস্ট দুপুরে ব‌রিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে সংবাদ সংগ্রহকালে সাত জন সাংবা‌দিকের ওপর হামলা চালায় চিকিৎসকরা। মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‍্যাগিংয়ের ঘটনায় ২ ছাত্রলীগ কর্মীকে বাঁচাতেই এই হামলা হয়েছে বলে সাংবাদিকদের অভিযোগ।

সারাবাংলা/এমও

মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর