Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দল ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৭:৪৭

ঢাকা: জনগণ অংশগ্রহণ করলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয়- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে জেএসডি ‌সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, “প্রজাতন্ত্রের সরকার গঠনের জন্য জনগণ ভোটের মাধ্যমে রাজনৈতিক দলকেই নির্বাচিত করে থাকে। এই প্রতিনিধিত্বের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনায় জনগণ তার উপর অর্পিত ক্ষমতা হস্তান্তর করে। রাজনৈতিক দলবিহীন জাতীয় সংসদ নির্বাচন বা সরকার গঠন কোনোটাই সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক দলের সরকার গঠিত হয়েছে, এর কোনো বিকল্প নেই।’

বিজ্ঞাপন

বুধবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি ‌সভাপতি এসব কথা বলেন।

রব বলেন, “রাজনৈতিক মত প্রচারের কাজে নিয়োজিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না নিলে জনগণ তার কাঙ্খিত দল বাছাই করে সরকার গঠনের অনুমোদন দিতে পারবে না। রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে নির্বাচন যে অংশগ্রহণমূলক হয় না তা ২০১৪ সালে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ার মধ্যে প্রমাণ হয়েছে। গত কিছুদিনের মাঝে সংসদের উপনির্বাচনে ভোটার উপস্থিতির স্বল্পতা দৃষ্টান্ত হিসেবে হাজির হয়েছে। নির্বাচন ছাড়া দেশ পরিচালনায় জনগণের সম্মতি আদায়ের আর কোনো সাংবিধানিক বিকল্প নেই।”

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাষ্ট্র গভীর সংকটে নিমজ্জিত হবে উল্লেখ করে রব আরও বলেন, ‘জাতীয় স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে সরকারকে অবশ্যই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। আর তার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করা।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

আ স ম রব নির্বাচন রাজনৈতিক দল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর