ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
৩০ আগস্ট ২০২৩ ১৫:২০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ ১৫:৪৫
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি মিডিয়া বলেন, ‘সাক্ষাতের সময় সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।’
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাধারণত এসব বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়। তবে আজকের সাক্ষাতের বিষয়ে আগে থেকে গণমাধ্যমকে জানানো হয়নি। এমনকি বৈঠক শেষেও কোনো পক্ষই কথা বলেননি।
সারাবাংলা/ইউজে/ইআ