Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাজারে গ্যাস সিলিন্ডার লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১২:৩০

ঢাকা: রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে নারীসহ চারজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নতুন বাজার “ক্যাফে ফোর স্টার” রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারেক (৩৯), তার সহকারি মো. হারিস উদ্দিন(২৬), কর্মচারী খাদিজা বেগম (৪৫) ও রহিমা বেগম (৩৫)।

দগ্ধদের সহকর্মী বাবলু হাওলাদার জানান, রাত থেকে তারা রেস্টুরেন্টে বিরানী রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মিস্ত্রি এসে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ গ্যাসের অতিরিক্ত চাপে চুলার অংশে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। এসময় চুলার পাশে থাকা বাবুর্চি, তার সহকারী এবং দুই নারী কর্মচারী দগ্ধ হন। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, হারিসের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তরিকুলের বাম হাত, বাম পায়ের কিছু অংশ আর ওই দুই নারীর হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাদেরকে অবজারভেশন রাখা হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ দগ্ধ নতুন বাজার ভাটারা থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর