২ বিচারপতির পদত্যাগ চেয়ে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের মিছিল
২৯ আগস্ট ২০২৩ ২২:৫৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ ০০:১৫
ঢাকা: জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ার ঘটনায় আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।
মঙ্গলবার (২৯ আগস্ট) ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত কলো পতাকা মিছিলে কয়েক শ আইনজীবী অংশ নেন।
এদিন দুপুর ১টার পর সুপ্রিম কোর্ট বার ভবন থেকে মাজার মসজিদের গেট দিয়ে আইনজীবীরা কালো পতাকা ও বিভিন্ন লেখাসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করতে করতে বাইরে চলে যান। মিছিলটি হাইকোর্ট মাজার গেটের বাইরের রাস্তা দিয়ে জাতীয় ঈদগাহ ময়দান, কদম ফোয়ারা হয়ে বার কাউন্সিলের পাশের গেট দিয়ে আবার হাইকোর্টে প্রবেশ করে। দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কালো পতাকা মিছিল শেষ হয়।
এর আগে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে এবং কো-কনভেনার আইনজীবী মোহাম্মদ আলীর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন ফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ও ফ্রন্টের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফ্রন্টের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী গাজী মো. কামরুল ইসলাম সজল প্রমুখ।
এ সময় বক্তারা ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারকদের পদত্যাগ করে রাজনীতিবিদদের কাতারে চলে আসার আহ্বান জানান। বক্তারা দুই বিচারপতির উদ্দেশে বলেন, আপনারা বিচারপতি হিসেবে থাকার আইনি ও নৈতিক যোগ্যতা হারিয়েছেন। রাজনীতি করতে মন চাইলে এখনই পদত্যাগ করুন। বিচারপতি পদে থেকে রাজনীতি করলে এ দেশের জনগণ এর বিচার করবে।
সারাবাংলা/কেআইএফ
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট কালো পতাকা মিছিল বিচারপতির পদত্যাগ দাবি