Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২ দিন পর খোঁজ মিলল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১৯:৫৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ ১৮:৩১

বাপ্পি মোল্লা

বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাপ্পি মোল্লার খোঁজ পাওয়া গেছে। বন্ধুদের সহায়তায় নিখোঁজের দুই দিন পর বাপ্পির খোঁজ পায় তার পরিবার।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানায় তাকে খুঁজে পাওয়া যায়। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেস থেকে খালি পায়ে বেরিয়ে যান বাপ্পি।

বিজ্ঞাপন

পরিবারের সূত্রে জানা যায়, বাপ্পি গত এক বছরের বেশি সময় ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এতে করে প্রায়ই তিনি অস্বাভাবিক কার্যক্রম করছেন। তবে তার সুচিকিৎসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবার।

বশেমুরবিপ্রবি’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বাপ্পি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার নিখোঁজের খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে থানায় জিডি করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেওয়া হয়।

সারাবাংলা/এসআরএস/এনএস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বশেমুরবিপ্রবি

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর