‘আন্তর্জাতিক চাপ থাকলেও সরকার গুম অব্যাহত রেখেছে’
২৯ আগস্ট ২০২৩ ১৯:০১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ ২১:৪৬
ঢাকা: আন্তর্জাতিক চাপ থাকলেও সরকার গুম অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আন্তর্জাতিক চাপ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সরকার গুমের মতো মনুষ্যত্বহীন কাজ এখনও অব্যাহত রেখেছে। যে সরকার নিজ জাতিসত্তার সীমানায় বিভাজনের বীজ বপন করে, তারা নির্দয় মনোবৃত্তি নিয়ে চালিত হয়ে মনুষ্যত্বহীন কাজ করবে, এটাই স্বাভাবিক। ছাত্র—যুবকদের তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করাটা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে আজও ফিরিয়ে দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রায় ৬শ’র অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেক-কে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছেন। এখনও ব্যক্তির সন্ধান মেলেনি। এক্ষেত্রে প্রায় সকলেই দাবি করেছেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।’
রিজভী বলেন, ‘গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আশপাশের পাড়া-প্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে। গুমের মতো ঘটনা মানবতার শত্রুদের দ্বারাই করা সম্ভব।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইন্সট্যান্ট কান্নায় পারদর্শী, কিন্তু গুম হওয়া স্বজনদের কান্না দেখে তার মন গলে না। সন্তান হারিয়েছে প্রিয় বাবাকে, মা হারিয়েছেন প্রিয় সন্তানকে, স্ত্রী হারিয়েছেন স্বামীকে। বছরের পর বছর চলে গেলেও প্রিয় মানুষটির অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের বুকে হাহাকার চলছে। দেশের মানুষ আজ অসহায নিরুপায় অশ্রুসিক্ত চোখে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছে।’
সারাবাংলা/এজেড/এনএস