Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাগিং: হাবিপ্রবির ৬ শিক্ষার্থী বহিষ্কার, ৩ জনকে সতর্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১৭:৪৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ ১৯:০৭

হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিংয়ে জড়িত থাকায় ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি ওই ৬ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের ছয় শিক্ষার্থীরকে বহিষ্কার ও তিনজনকে মৌখিক নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে বিভিন্নভাবে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাস সংলগ্ন এলাকায় হয়রানি করে। হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরপরে বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পরে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ প্রামাণিত হওয়ায় ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে র‍্যাগিং নির্মূল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/এনইউ

বহিষ্কার র‍্যাগিং শিক্ষার্থী হাবিপ্রবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর