Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১৭:১২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ ১৮:২৭

ঢাকা: অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন বক্তব্য থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই বোঝেন। তিনি বলেন, জনগণ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে সেটিকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন তিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি এই সংবাদ সম্মেলন করছেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে নির্বাচনে জনগণের অংশগ্রহণ। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবে, নির্বিঘ্নে ভোট দেবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে- এটিই তো অংশগ্রহণমূলক নির্বাচন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সবাই কাদের নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন? যারা ভোট চোর, দুর্নীতিবাজ, মানি লন্ডারিংয়ে জড়িত, তারা? যারা জাতির পিতার হত্যাকারী, যারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত- তারা অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক আর তারা অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না? তা তো হতে পারে না।’

বিএনপির প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, ‘তারা তো ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে মাত্র ৩০টি আসন পেয়েছিল। এরপর থেকে তারা আর নির্বাচন করে না। তারা নির্বাচন সামনে এলেই মনোনয়ন বাণিজ্য করে। তারা প্রার্থীদের কাছ থেকে টাকা-পয়সা নেয়। কিছু টাকা-পয়সা লন্ডনে যায়, কিছু গুলশান অফিসে যায়। এই তো তাদের কাছে নির্বাচন। তারপর ভোটের দিন নিজেরাই মারামারি করে বলে, নির্বাচন করতে পারলাম না। তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা আরও বলেন, ‘তাই আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে- সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। এই যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে, সেখানে কি জনগণ ভোট দেয়নি? অংশগ্রহণমূলক নির্বাচন এটাই।’

সারাবাংলা/এনআর/টিআর/ইআ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর