Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো মূল্যে মূল্যস্ফীতি কমানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১৪:৫৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ ১৮:১৫

ঢাকা: যেকোনো মূল্যে মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জোর করে মূল্যস্ফীতি কমানো যাবে না কিন্তু পলিসিগত ভাবে কি উদ্যোগ নিতে হবে সেটি করতে হবে।’ এসময় গত ৪ মাস ধরে এক কদম করে মূল্যস্ফীতি কমেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তারপরও নীতিগতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে বলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী জানান অহেতুক ব্যয় কমানোর বিষয়ে ফের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘অহেতুক, বাড়াবাড়ি, অপচয় কমাতে হবে। যে প্রকল্পগুলো ৭০ থেকে ৮০ ভাগ কাজ হয়েছে সেগুলোকে উচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে হবে।’

ঋণের প্রয়োজনে নতুন জানালা খুলেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এক্ষেত্রে নিউ ডেভলপমেন্ট ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে। তাহলে এখন আমরা দর দাম করে ঋণ নিতে পারবো। এখন আমাদের এডিবি, বিশ্বব্যাংক, এআইআইবি এবং নিউ ডেভলপমেন্ট ব্যাংক; যেখান থেকে সহজ শর্তে ঋণ পাবো সেখান থেকে আমরা ঋণ নেবো।’

নালা বা পুকুরের নিচে পাকা না করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। কেননা এতে পানি নিচে যেতে পারে না। এছাড়া স্লুইচ গেট করার ক্ষেত্রেও সর্তক করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘স্লুইচ গেট যারা করে তারা চলে যায়, আর যারা দায়িত্বে থাকেন তাদেরও খুঁজে পাওয়া যায় না। প্রকল্পে গুরুত্ব দিয়ে সবুজ বেষ্টনি করতে হবে।’ ক্লাইমেট ফান্ড থেকে অর্থ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, ‘শুধু বিল্ডিং করলে হবে না। এর সঙ্গে যন্ত্রপাতি ও জনবল নিশ্চিত করতে হবে। প্রায়ই শুনি হাসপাতাল আছে যন্ত্রপাতি নেই, জনবল নেই। এটা ঠিক না।’ প্রশিক্ষণ কার্যক্রমে সারফিং যোগ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা এখন ব্রিকসের বারান্দায় আছি। আগামীতে তাদের যুক্ত হওয়া যাবে। তাদের আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিয়েছেন। আশপাশের দেশগুলো সদস্য হয়েছে। আমরাও হবো।’

এক প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার জানান, মালামাল সংগ্রহ করতে না পারায় নওগাঁ সড়ক বিভাগাধীন একটি আঞ্চলিক ও দু’টি জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প থেকে ঠিকাদার পালিয়েছে। ফলে নতুন করে ঠিকাদার নিয়োগ করায় প্রকল্প বাস্তবায়ন দেরি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, কৃষি, পানি পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ফজলুল হক এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

সারাবাংলা/জেজে/এমও

টপ নিউজ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতি শেখ হাসিনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর