ব্রিটিশ মিউজিয়ামে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফেরত চায় চীন
২৯ আগস্ট ২০২৩ ১৪:০৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ ১৫:৪০
চীনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফেরত দেওয়ার জন্য ব্রিটিশ মিউজিয়ামের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নাগরিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আহ্বান জানান তারা। সম্প্রতি মিউজিয়াম থেকে দুই হাজার প্রত্নতত্ত্ব চুরি হওয়ার পর এই দাবিতে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন চীনের নেটিজেনরা। খবর বিবিসি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে গত রোববার (২৭ আগস্ট) একটি সম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ওই নিবন্ধনে ব্রিটিশ মিউজিয়ামকে চীনের সব সাংস্কৃতিক নিদর্শন ‘বিনামূল্যে’ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে গ্লোবাল টাইমস। সেখানে আরও বলা হয়, বিশ্বখ্যাত জাদুঘর ‘অন্যান্য দেশের সাংস্কৃতিক সম্পত্তি’ ভালোভাবে যত্ন নিতে ব্যর্থ হয়েছে।
চীনের নাগরিকদের দ্বারা ব্রিটিশ মিউজিয়ামকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফেরত দেওয়ার আহ্বান এটিই প্রথম নয়। জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধির কারণে দেশটির নেটিজেনরা গত কয়েক বছর থেকে এ দাবি জানিয়ে আসছেন। তবে সম্ভব্য চুরির হওয়ার খবরের পর গ্লোবাল টাইমস’র এই নিবন্ধন সেই আলোচনাকে ফের সামনে এনেছে।
গতকাল সোমবার (২৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর পর্যন্ত চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোর’তে অর্ধ বিলিয়নেরও বেশি ‘দ্য ব্রিটিশ মিউজিয়াম প্লিজ রিটার্ন চাইনিজ অ্যান্টিকুইটিস’ হ্যাশট্যাগ দেন নেটিজেনরা।
এক পোস্টে বলা হয়, ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে আসল মালিকের কাছে ফিরিয়ে দেন।’ এই পোস্টটিতে ৩২ হাজার লাইক-কমেন্ট পড়েছে।
আরেকজন মন্তব্য করেন, ‘এখন যেহেতু দেশ ধনী এবং জনগণ শক্তিশালী, এখন আমাদের সম্পদ ঘরে ফেরার সময়।’ এটিও শীর্ষ পঠিত মন্তব্যগুলোর একটি।
তবে চীন সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া এ বিষয়ে কথা বলার বিবিসি’র পক্ষ থেকে ব্রিটিশ মিউজিয়ামেরও সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি।
গত দুই সপ্তাহ আগে প্রায় দুই হাজার নিদর্শন ‘নিখোঁজ, চুরি বা ক্ষতিগ্রস্থ’ হওয়ার পরেই মূলত চাপের মুখে পড়েছে ব্রিটিশ মিউজিয়াম। এ খবর প্রকাশ হওয়ার পর মিউজিয়ামের একজন কর্মীকে বরখাস্ত করা হয়। পরে গত সপ্তাহে মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশারও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্রিটিশ মিউজিয়ামে চীনের পুরাকীর্তিগুলোর সবচেয়ে বড় সংগ্রহ রয়েছে। মিউজিয়ামের ওয়েবসাইট অনুসারে, তাদের সংগ্রহে নিওলিথিক যুগ থেকে বর্তমান পর্যন্ত প্রায় ২৩ হাজার চীনের সাংস্কৃতিক নিদর্শন রয়েছে।
সারাবাংলা/এনএস
চীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ব্রিটিশ মিউজিয়াম সাংস্কৃতিক নিদর্শন