Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিকসের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ আইনের খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১১:১৮

ঢাকা: ব্রিকসের উদ্যোগে স্থাপিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আইন, ২০২৩ নামে আইনটিতে সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, খসড়া আইনটি পাস হলে এই ব্যাংকের অর্থায়নের দু’টি প্রকল্পের কাজ শুরু করা যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ ব্যাংকের আমরা সদস্য হয়েছি। এরকম বহুজাতিক ব্যাংক যদি এখানে কাজ শুরু করে, তাহলে আইনের কাভারেজ তাদের দিতে হয়। এরই মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কিছুটা দেওয়া আছে। ঠিক সে রকমভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে কাভারেজ দেওয়ার জন্য এ আইনের খসড়া ইআরডিতে উপস্থাপন হয়েছে এবং সেই আইনের খসড়ায় কেবিনেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’

তিনি আরও বলেন, এ আইনের মাধ্যমে এই ব্যাংকের যে অর্থ বাংলাদেশ পাবে সেটি সংযুক্ত তহবিলে যুক্ত হবে, বাংলাদেশ ব্যাংকে সেটি বলা থাকে। আর একটি হলো বাংলাদেশ ব্যাংকে এনডিবির যতো অর্থ এবং সম্পদ তার আমানতদার হবে বাংলাদেশ ব্যাংক।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের প্রায় ৮০০ মিলিয়ন ডলারের দু’টি প্রজেক্ট চূড়ান্ত পর্যায়ে। এ আইনটা পাস হলে, সেই প্রজেক্টের অর্থায়ন হয়তো আমরা পাবো। পাশাপাশি ব্যাংকের শেয়ার হবে বাংলাদেশ।’

এর আগে, গত ১৭ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিতে ‘এগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

অনুমোদন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ব্রিকস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর