Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ইথিওপিয়া বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৩ ২১:২০

ঢাকা: বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে বিমান চলাচলের লক্ষ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘এর পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিসাসংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে।’

এ ছাড়াও মন্ত্রিসভায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমাদন দেওয়া হয় বলে জানান তিনি। গত জুনে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

চুক্তি বাংলাদেশ-ইথিওপিয়া বিমান চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর