Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দেবে পেটেন্ট আইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৩ ১৯:৪১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ ২০:৫৬

ঢাকা: ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ‘বাংলাদেশ পেটেন্ট আইন-২০২৩’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আইনটি পুরনো ছিল। সেটি আপডেট করে এবং ইংরেজি থেকে বাংলা করে ২০২২ সালে প্রণয়ন করা হয়। এরপর আইনটিকে আরও পরিমার্জন এবং পরিবর্ধন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।’

তিনি আরও বলেন, ‘বিদ্যমান বাস্তবতার আলোকে আইনটি সংশোধন করা হয়েছে। আমাদের ফার্মাসিটিক্যালস ও অ্যাগ্রোকেমিকেল যে কোম্পানি আছে তাদের সাহায্য করার জন্য নতুন ধারা অন্তর্ভুক্ত করে আইনটি করা হয়েছে।’

ক্ষুদ্র উদ্যোক্তারাদের যদি প্যাটেন্ট তৈরি হয় তাহলে তাদের ইউটিলিটি মডেলের মাধ্যমে একটি বিধির আওতায় যেন প্রটেকশন দেওয়া হয়- সেই বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।

মাহবুব হোসেন বলেন, ‘বিশেষ পরিস্থিতি কোনো দেশের কোনো আইটেমের পেটেন্ট যদি না পাওয়া যায় তখন সরকার সিদ্ধান্ত নিয়ে দেশীয় কোনো শিল্প প্রতিষ্ঠানকে ওই আইটেম উৎপাদন করার জন্য অপশন দিতে পারবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ক্ষুদ্র উদ্যোক্তা টপ নিউজ পেটেন্ট আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর