Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেটে তালা দিয়ে চবির সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৩ ১৯:৩৫

চট্টগ্রাম ব্যুরো: ১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলের গেটে প্রায় দেড়ঘণ্টা তালা ঝুলিয়ে আন্দোলন করেছে আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে হলের গেটে তালা দেয় শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্টের আশ্বাসে দুপুর ১টার দিকে তালা খুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে— ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি করা, হলে পর্যাপ্ত সুপেয় পানির সংকট নিরসন, হলের কক্ষগুলোতে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকট নিরসন, দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্তি, হলে নিরবচ্ছিন্ন ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করা, হলের ওয়াশরুমের সমস্যার দ্রুত সমাধান, সোহরাওয়ার্দী হলের মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জাম বাড়ানো, শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পিড ব্রেকার স্থাপন, রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল ও নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যাবস্থা করা, টিভির রুমের বেঞ্চ ও গেস্ট রুমের সোফার সংকট নিরসন, হলের পানির হাউজ ব্যবহারের উপযোগী করা, নতুন এক্সটেনশন নির্মাণ করা।

হলের আবাসিক শিক্ষার্থী মুনতাসীর সিয়াম সারাবাংলাকে বলেন, ‘আমাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক। অনেকদিন হলো আমাদের হলে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। প্রভোস্টকে বারবার বলার পরও এই সমস্যাগুলোর কোনো সমাধান হয় নি। যার কারণে, আমরা হল গেটে তালা ঝুলাতে বাধ্য হয়েছি।’

আরেক শিক্ষার্থী আফ্রেদি রহমান মিঠু সারাবাংলাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা আমাদের সমস্যার কথা বলে আসছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য হলেও শিক্ষার্থীদের কোনো কিছুই পূরণ করা হচ্ছে না। ডাইনিং, ক্যাফেটেরিয়ার অবস্থা খুবই খারাপ ওখানে খাওয়াই যায় না। এছাড়া আমাদের রিডিং রুম, কমন রুম কোথাও আসবাব পত্র নেই। একটু বৃষ্টিতেই হলের সামনে পানি জমে থাকে। এতে করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও বিপদে পড়ি। এজন্য প্রশাসনকে আমাদের দাবিগুলো পূরণের নিশ্চয়তা দিতে হবে।’

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেব নাথ সারাবাংলাকে বলেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক। সমস্যা সমাধানের জন্য আমরা তাগাদা দিয়ে যাচ্ছি। তাদের আশ্বস্ত করেছি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা হবে।’

সারাবাংলা/এমএ/একে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি বিক্ষোভ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর