সীতাকুণ্ডের সহস্রধারা ঝরনায় ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু
২৮ আগস্ট ২০২৩ ১৯:১৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ ২১:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সীতাকুণ্ডের সহস্রধারার ঝরনা লেকে ঘুরতে গিয়ে সোহানুর রহমান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সোহানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষীপাশা এলাকার মুন্সী আবুল হাশেমের ছেলে। তিনি ঢাকার নিকুঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল সারাবাংলাকে বলেন, ঢাকা থেকে তিন বন্ধু সহস্রধারা ঝরনায় ঘুরতে এসেছিলেন। সেখানে তারা লেকে স্পিডবোট নিয়ে ঘুরার সময় রিয়াদ নামে এক বন্ধু লাফ দিলে সঙ্গে সঙ্গে সোহানও লাফ দেন। রিয়াদ স্পিডবোটে উঠতে পারলেও সোহান পানিতে তলিয়ে যান।
পরে সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এরপর আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে একটি ডুবুরি টিম এসে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে তার লাশ উদ্ধার করে।
সারাবাংলা/আইসি/এনইউ