পৃথক দুই ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
২৮ আগস্ট ২০২৩ ১৩:২৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ ১৩:২৮
নওগাঁ: পোরশার ইলাম গ্রামের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে পলাতক আসামি এবং পত্নীতলার কাশিপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের কাজল মালীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে পৃথক এসব রায় ঘোষণা করা হয়।
জানা যায়, নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে পোরশা থানার গোবরাকুড়ি এলাকার ওসমানের ছেলে হ্যাপিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সোমবার (২৮) বেলা ১১টায় আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী মকবুল হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকার সাজা পরোয়ানাসহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক। জরিমানার টাকা ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
অপরদিকে, নওগাঁর পত্নীতলার কাশিপুর এলাকার এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের কাজল মালীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার।
সারাবাংলা/এমও