Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবায়া পরে স্কুলে যাওয়া নিষিদ্ধ করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৩ ১২:২০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ ১৪:৩৮

ঢাকা: মুসলিম শিক্ষার্থীদের আবায়া পড়ে স্কুলে যাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। এ সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি স্কুলে নারী শিক্ষার্থীরা পুরো শরীর ডেকে রাখা ঢিলেঢালা এই পোশাক আর পরতে পারবেন না।

আগামী সেপ্টেম্বর থেকে দেশটিতে নতুন স্কুল মৌসুম শুরু হবে। এর আগেই এ ঘোষণা দিলেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী।

টিভি চ্যানেল টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে আবায়া পরা যাবে না। কারণ যখন কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করবে তখন যেন তাকে তার পোশাক দেখে ধর্ম শনাক্ত করা না যায়।

এর আগে, ২০০৪ সালে স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করেছিল ফ্রান্স এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার ওপরও নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এ সিদ্ধান্তের ফলে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষকে ক্ষুব্ধ করেছিল।

প্রসঙ্গত, ফরাসি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্কের পরে এই পদক্ষেপ নেওয়া হলো। আগামী ৪ সেপ্টেম্বর ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/ইআ

আটাল আবায়া ফ্রান্স

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর