ঢাকার আকাশে কালো মেঘ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
২৮ আগস্ট ২০২৩ ০৯:৫৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ ১২:২১
ঢাকা: সকাল থেকে কালো মেঘে ছেয়ে আছে ঢাকার আকাশ। যেকোনো মুহূর্তে শুরু হতে পারে ঢল! আবহাওয়া অধিদফতর বলছে, এই পরিস্থিতি আজ থাকবে গোটা দেশজুড়ে। তবে কোথাও কোথাও হতে পারে বৃষ্টি, বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। এই পরিস্থিতি দু’দিন পরে কমলেও পাঁচদিন পর আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সে কারণে দেশের নদীবন্দরগুলোতে এখনও ১ নম্বর সর্তক সংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ বন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায়
রয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় দেখা গেছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
সারাবাংলা/জেআর/এমও