Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের আর্থিক সাক্ষরতা সম্পর্কে সচেতন করছে যমুনা ব্যাংক

সারাবাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৩ ২৩:৩০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ২৩:৩১

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী, সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের আয়োজনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক প্রস্থান/বর্হিগমন লাউঞ্জে প্রবাসগামী কর্মীদের আর্থিক সাক্ষরতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তাদের ব্যাংক হিসাব খোলার নিয়ম ও সুবিধাগুলো, সঞ্চয়ী হওয়ার ব্যাপারে এবং তাদের অর্জিত আয় বৈধ পথে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। এ ছাড়া জানানো হয় যে, তাদের অর্থ বৈধ চ্যানেলে পাঠালে দেশের অর্থনীতিতে কতটা গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এ সময় যমুনা ব্যাংকের পক্ষ থেকে বিদেশগামী ওয়েজ আর্নারদের চা আপ্যায়নসহ উপহার হিসাবে টি শার্ট, পোলো শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।

সারাবাংলা/পিটিএম

অর্থিক সাক্ষরতা যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর