বান্দরবানে এইচএসসিতে অংশ নিয়েছে ৪২২৯ পরীক্ষার্থী
২৭ আগস্ট ২০২৩ ১৯:৩৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ২২:৪০
বান্দরবান: এ মাসের শুরুর দিকেই হয়ে যাওয়া ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের কারণে অন্য শিক্ষা বোর্ডগুলোর ১০ দিন পর চট্টগ্রামে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সেই বন্যা ও পাহাড়ি ঢলের ক্ষত নিয়ে পরীক্ষা শুরু হয়েছে বান্দরবানেও। এ বছর পার্বত্য এই জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী চার হাজার ২২৯ জন।
রোববার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষা উপলক্ষে বান্দরবানের কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পরীক্ষার্থীদের তল্লাশি করে প্রবেশ করানো হয় পরীক্ষাকেন্দ্রে।
জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য বলছে, বান্দরবান জেলার সাত উপজেলার ১০ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৮০৭ জন। এ ছাড়া জেলা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৫১ জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৭১ জন।
পাহাড়ি ঢল ও বন্যায় সড়ক ভেঙে যাওয়ায় বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে এসব এলাকার পরীক্ষার্থীদের বিশেষ সহযোগিতা দিয়ে নৌ পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছে প্রশাসন।
এদিকে থানচি ও আলীকদম উপজেলায় কোনো কেন্দ্র না থাকায় থানচি কলেজের শিক্ষর্থীরা রুমায় এবং আলীকদমের শিক্ষর্থীরা লামা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
সারাবাংলা/টিআর