Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুষ্ঠু নির্বাচনের কথা বললেই শেখ হাসিনার জ্বর ওঠে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ২২:২৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ ০০:২২

নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ১০৩ ডিগ্রি, ১০৪ ডিগ্রি জ্বর উঠে। যা প্যারাসিটামল খেলেও নামে না।

রোববার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটিতে ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ ও র‍্যাবকে নির্দেশ দেন যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলবে তাদের কে দমন করতে।

তিনি বলেন, শেখ হাসিনা নানা ধরনের তাস খেলতে ভালোবাসেন। তাই কখনও জঙ্গি নাটক, কখনও আগুন সন্ত্রাসের কথা বলেন। এ ধরনের কথা বলে দেশ-বিদেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে তিনি নিজেই যে বিভ্রান্ত তা আজ প্রমাণিত।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বলেন, বিএনপি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে।

এসময় ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

রিজভী সুষ্ঠু নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর