Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে নিখোঁজ দেড় বছরের শিশু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৯:১৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ২২:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছে দেড় বছরের এক শিশু। ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে অতিবৃষ্টিতে ড্রেন পানি ও ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে থাকায় অভিযান ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে ড্রেনে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

নিখোঁজ ১৮ মাস বয়সী ইয়াছির আরাফাত রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।

নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বৃষ্টিতে বড় ড্রেনটির সঙ্গে লাগোয়া সড়কে পানি উঠে গিয়েছিল। তবে দুপুরের মধ্যে পানি ড্রেনে নেমে যায়। ময়লা-আবর্জনায় ড্রেন একেবারে ভর্তি। ড্রেনে পানি আটকে আছে। স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি ড্রেনে পড়ে গেছে। খবর পেয়ে আমাদের বিশেষ ডুবুরি দল ড্রেনে তল্লাশি চালাচ্ছে।’

‘তবে ময়লা-আবর্জনার কারণে খুব কষ্ট হচ্ছে। সিটি করপোরেশনের কনজারভেন্সি টিমকে অনুরোধ করেছি আমাদের একটু সহযোগিতা করার জন্য। এলাকার লোকজন আমাদের যথেষ্ঠ সহযোগিতা দিচ্ছে।’

শিশুটি কিভাবে ড্রেনের কাছে গেল সেটি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

শনিবার (২৬ আগস্ট) রাতভর অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা রোববার দুপুর পর্যন্ত পানিতে তলিয়ে ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ১২৪ মিলিমিটার ও আমবাগান আবহাওয়া অফিস ২১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বিজ্ঞাপন

এর আগে, ২০২১ সালের ২৫ আগস্ট প্রবল বর্ষণে পানিবন্দি নগরীর মুরাদপুরে নালায় পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি। ওই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। চার ঘন্টা পর তার লাশ উদ্ধার হয়।

অতিবৃষ্টির মধ্যে গত ৭ আগস্ট হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় ড্রেনে পড়ে মারা যান নিপা পালিত (১৯) নামে হাটহাজারী সরকারী কলেজের এক ছাত্রী।

সারাবাংলা/আরডি/এনইউ

চট্টগ্রাম টপ নিউজ ড্রেনে পড়ে নিখোঁজ শিশু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর