Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত থেকে ৭০০ গ্রাম সোনার বার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৮:৩৪

চুয়াডাঙ্গা: জেলার ভারত সীমন্তবর্তী দামুড়হুদা উপজেলার জাহাজপোতা গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ছয়টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

রোববার (২৭আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সোনার বারসহ আটক ব্যক্তি হলেন- দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের হোসেন আলীর ছেলে রাজ্জাক আলী (৪৯)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম পিএসসি জানান, এদিন বেলা পৌনে ১১টার সহকারী পরিচালক হায়দার আলী ও মুন্সীপুর কোম্পনি কমান্ডার সুবেদার মিজানুর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটি ৯৩/৭-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতরে জাহাজপোতা গ্রামের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় মুন্সীপুর গ্রামের হোসেন আলীর ছেলে রাজ্জাক আলীকে সেখান থেকে একটি কালো রঙের ১২৫ সিসির বাজাজ ডিসকভারি মোটরসাইকেল চালিয়ে যেতে দেখে তাকে দাঁড় করাতে গেলে সে পালানোর চেষ্টা করে।

তিনি আরও জানান, পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার কাছে কোনো চোরাই পণ্য নেই। তখন বিজিবি সদস্যরা তল্লাশি চালালে তার জুতার সোলের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছয়টি সোনার বারের সন্ধান পায়। বারগুলোর ওজন ৭০০ গ্রাম। এরপর অবৈধ সোনার বার ও চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ছাড়া বিজিবি সদস্য সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করে আটক ব্যক্তিকে হস্তান্তর করেছে। জব্দ করা অবৈধ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

উদ্ধার সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর