যশোরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৭:৪০
২৭ আগস্ট ২০২৩ ১৭:৪০
যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন ২৩ জন। এনিয়ে জেলায় পাঁচজনের মৃত্যু হলো।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত মোবারক বিশ্বাসের বাড়ি মনিরামপুর উপজেলার বড়চেতলা দশানী গ্রামে।
এদিকে জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত ৯৫৮ জন। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ৮৮০ জন। যশোরের
চারটি সরকারি হাসপাতালে মোট ভর্তি আছেন ৭৮ জন।
সিভিল সার্জন বিল্বব কান্তি বিশ্বাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে এডিস মশা প্রজনন ক্ষেত্র শনাক্ত করে ধ্বংস এবং প্রচার অভিযান অব্যাহত রয়েছে।
সারাবাংলা/এনইউ