Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৫:৩৭

সিরাজগঞ্জ: চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট ও কর্মচারী পরিচয়ে চাঁদাবাজি করেন তারা।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন— সিরাজগঞ্জ পৌরসভার রেলওয়ে কলোনির পূর্ণ চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ কুমার দাস (৩০) ও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আমতলা বাজারের রহমত আলীর ছেলে শাহিন রেজা (২৬)।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেলে শহরের মিরপুর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা বাজির অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়।

ওসি সিরাজুল ইসলাম জানান, মিরপুর বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিদফতরের ম্যাজিস্ট্রেট ও কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয়রা দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে মিরপুর পশ্চিমপাড়ার এক চা দোকানদার বাদী হয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাদের দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ‘এমন ঘটনা প্রায় হচ্ছে। এ কারণে সবাইকে সচেতন থাকতে হবে।’

সারাবাংলা/এনএস

ভুয়া ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর