Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৫:৪০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ১৫:৫১

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. রাজিব (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রাজিব উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে পরোয়ানাভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ তার ঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার এসপি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনইউ

নোয়াখালী পিস্তল বিদেশি যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর