Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ময়মনসিংহে ৬ জন দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১০:৪৯

প্রতীকী ছবি

ময়মনসিংহ: নগরীর শানকিপাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর শানকিপাড়া শেষ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বাসার মালিক নুরুল ইসলাম (৭৩), নুরুল ইসলামের সাত বছরের শিশু নাতি ও বাসায় কাজ করা শ্রমিক সোয়েব মাহমুদ (৪০), বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩০), সাদ্দাম (৩০)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন বাসায় নির্মাণ কাজ শেষে মালিক নুরুল ইসলাম দ্বিতীয় তলার একটি রুমে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। বাসায় শ্রমিক কাজ করছিলেন।

এসময় বাসায় সিলিন্ডার গ্যাস নিয়ে চুলায় সংযোগ দিয়ে আগুন জ্বালানোর সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে ৪ চার শ্রমিক ও বাসার মালিক নুরুল ইসলাম, তার ৭ বছর বয়সী নাতি দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শাহ কামাল আকন্দ বলেন, ‘আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কেউই গুরুতর আহত নয়।’

সারাবাংলা/এমও

গ্যাস সিলিন্ডার ময়মনসিংহ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর