Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৩ ২০:০৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ০৯:২১

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, অস্ত্র, লগি-বৈঠা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায়, মানুষের মন জয় করা যায় না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, লগি-বৈঠার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিক, সেটাই আমরা চাই। সরকারের প্রতি অনুরোধ থাকবে- স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই।

শনিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে নাগরিক কণ্ঠ বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র নেই। এ বিষয়টি সারা পৃথিবীতে পরিষ্কার হয়ে গেছে। সে কারণে বিশ্ব সম্প্রদায় আজ বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তারা চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটি যদি না থাকে তাহলে বাংলাদশের মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন- সবকিছু অর্থহীন হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর বাকশাল কায়েম করা হয়েছিল। দেশে আবারও বাকশাল কায়েম করা হয়েছে, অলিখিত বাকশাল।’

ড. মঈন বলেন, ‘বিএনপির চলমান আন্দোলন সারা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এটা শুধু আমাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠনের আন্দোলন। পৃথিবীতে দুইশ’র অধিক দেশ রয়েছে। গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কিংবা স্বৈরাচার। তবে কোনো দেশে দেখাতে পারবেন না, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এক লাখ মামলা আছে এবং ৪৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এই দেশে তাই হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি মঈন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর