Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নজরুলের লেখনী শোষিত মানুষকে উজ্জীবিত করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৩ ১৮:২৬

ঢাকা: নজরুলের লেখনী অবহেলিত ও শোষিত মানুষকে উজ্জীবিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কাজী নজরুল ইসলাম সাহিত্যকর্মের মাধ্যমে মানবতার কথা প্রকাশ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। বৃটিশবিরোধী আন্দোলনে তার কবিতা, গান এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। উজ্জীবিত করেছে অবহেলিত ও শোষিত মানুষকে। ফলে তিনি বৃটিশ শাসকদের চক্ষুশুলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।’

তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। তার রচনা আমাদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। মাত্র তেইশ বছরের সাহিত্যি জীবনে তিনি বাংলা সাহিত্যকে করেছেন প্রাচুর্যময়। সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার মাধ্যমে তার স্বপ্ন পূরণে আমাদের আত্মনিয়োগ করতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বিএনপি মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর