Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির তিন নীতিনির্ধারক সিঙ্গাপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৩ ১৭:৩১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ১৮:৩০

ঢাকা: চিকিৎসার জন্য এই মুহূর্তে সিঙ্গাপুর অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসার জন্য (২৬ আগস্ট) সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি লিভারের সমস্যায় ভুগছেন। তার সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস গেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে যান। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ রয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সচিব এম ইউনুস আলী গণমাধ্যমকে জানান, ঘাড়ের স্নায়ুতে ব্লকসহ নানা ধরনের অসুস্থতার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের একজন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন বলে জানান ইউনুস।

এর আগে, ২৭ জুন উন্নত চিকিৎসা জন্য সিঙ্গাপুরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনিও সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সারাবাংলা/এজেড/ইআ

ড. খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর