Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেতার রডের আঘাতে দোকান মালিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৩ ১৭:২২

দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার রডের আঘাতে মোশারফ হোসেন (৪০) নামের এক দোকানের মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে চকধুলু নারায়নপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে নুরনবী দোকানে খরচ করার জন্য আসে। এসময় দোকানের মালিক মোশারফ হোসেন পূর্বের ২০ টাকা বাকি পরিশোধ করতে বলেন। এরপর নুরনবী সঙ্গে মোশারফ হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে নুরনবী রড দিয়ে মোশারফের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য দিনাজপুর এম এম আব্দুল রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর