ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ১০
২৬ আগস্ট ২০২৩ ১১:৪৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ১৩:৪৯
ভারতের তামিলনাড়ু প্রদেশের পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। খবর এনডিটিভি।
শনিবার (২৬ আগস্ট) ভোরে প্রদেশটির রাজধনী মাদুরাই রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের প্রাইভেট পার্টি কোচের ভিতরে এই আগুন লাগে।
ভারতের দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, বগিতে থাকা ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ থেকে এই আগুনের সূত্রপাত। ট্রেনটির ‘প্রাইভেট পার্টি কোচ’র ওই যাত্রীরা উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে এসেছিলেন।
দক্ষিণ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে আগুন লাগে। এর ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা যৌথভাবে আগুন নেভানোর কাজ করে এবং বগি থেকে পুড়ে যাওয়া লাশগুলো বের করে।
প্রাইভেট পার্টি কোচটি গতকাল শুক্রবার (২৫ আগস্ট) নাগেরকোয়েল জংশনে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল বলে ওই বিবৃতিতে বলা হয়।
মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/এনএস