পেয়ারা পাড়তে গিয়ে প্রাণ গেল ২ বোনের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৩ ১৯:২৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ০১:২৭
২৫ আগস্ট ২০২৩ ১৯:২৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ০১:২৭
গাইবান্ধা: পলাশবাড়িতে পুকুর পাড়ের গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙে পানিতে ডুবে রুম্পা (৭) ও রাফিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুম্পা ওই গ্রামের সুলতান মিয়া ও রাফিয়া একই গ্রামের রায়হান মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে মসজিদে তখন জুমার নামাজ চলছিল। এ সময় ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ের একটি পেয়ারা গাছে ওঠে পেয়ারা পাড়ার জন্য। একপর্যায়ে গাছের ডাল ভেঙে শিশু দু‘টি পুকুরে পড়ে যায়। সাঁতার জানা না থাকায় তাদের পক্ষে পারে উঠে আসা সম্ভব হয়নি।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।
সারাবাংলা/এমও