‘আওয়ামী লীগ-বিএনপি নয়, জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন’
২৫ আগস্ট ২০২৩ ১৮:৩৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৩ ২১:৪১
ঢাকা: আওয়ামী লীগ-বিএনপি নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করার জন্য প্রতিবেশি দেশ ভারতকে অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এ কালো পতাকা গণমিছিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশে শেষে বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা গণমিছিল শুরু হয়। এটি ফকিরেরপুল মোড়, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলী ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট হয়ে দয়াগঞ্জে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কালো পতাকা গণমিছিলে নেতৃত্ব দেন মির্জা আব্বাস। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, যুব দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুক, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি কেন্দ্রীয় নেতারা।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ মির্জা আব্বাস বলেন, ‘আমাদের দেশ নিয়ে বহু দেশ মাথা ঘামাচ্ছে। তাদের কার কী স্বার্থ, তা আমি জানি না। প্রতিবেশি একটা দেশ পরিষ্কার করে বলছে, এখান থেকে শেখ হাসিনার সরকারকে সরানো যাবে না। এই কথাটা উদ্দেশ্যপূর্ণ।’
তিনি বলেন, ‘এটা আমার দেশ, দেশের মানুষকে বুঝতে হবে। একটা কথা জানা থাকতে হবে। যারা বলেন এই কথা, তাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে নয়, এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন। এই দেশের জনগণকে ভালোবাসতে শিখুন। প্রতিবেশি হিসেবে আমরা বলতে পারি এই দেশের মানুষের সঙ্গে সখ্যতা করুন। যদি এ দেশের মানুষ আপনাদের ভালো না বাসে, তাহলে কোনো দিন আপনারা এ দেশ থেকে কিছু পেতে পারেন না।’
সমাবেশ শেষে ছোট্ট একটা পিকআপ ভ্যানের চড়ে গণমিছিলে অংশ নেন মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা। তাদের অনুসরণ করে এগিয়ে যায় জাতীয়তাবাদী মহিলাদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকেরা।
কেন্দ্রঘোষিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক অংশ নেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
এদিকে বিএনপির এই কালো পতাকা গণমিছিলকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, ফকিরের পুলসহ আশাপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাদা পোশাকের পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরাও ছিল তৎপর।
সারাবাংলা/এজেড/এমও