Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে রাঙামাটি-রোয়াংছড়ি বাস টার্মিনাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৩ ১৭:৩৩

বান্দরবান: বান্দরবানে পর্যটকবান্ধব আধুনিক রাঙামাটি-রোয়াংছড়ি বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নবনির্মিত এই টার্মিনাল উদ্বোধন করেন।

বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি বাসস্টেশন এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালের ফলক উন্মোচন ও ৪০ লাখ টাকা ব্যয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘এই সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলে পাহাড়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন হয়েছে। সরকার উন্নয়ন করলে হবে না, অবকাঠামো গড়ে তোলার চেয়ে রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ।’

এসময় অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

বান্দরবান বাস-টার্মিনাল রাঙামাটি-রোয়াংছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর