কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালক নিহত
২৫ আগস্ট ২০২৩ ১১:৪০
ঢাকা: রাজধানীর বনানীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় শাহজাহান মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনানী নৌ সদর দফতরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় ওই ট্রাক। এতে ট্রাক চালক গুরুতর আহত হন। পুলিশ সদস্যরা মুমুর্ষ অবস্থায় ওই ট্রাক চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, শাহজাহানের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন। রাতে টঙ্গীর কারখানা থেকে ট্রাকে রড বোঝাই করে ঢাকায় হাজারীবাগ যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ