বাগেরহাটে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
২৪ আগস্ট ২০২৩ ২৩:২৪
বাগেরহাট: জেলার তেুতুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাটের রামপাল থানার (ওসি) এএম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), একই উপজেলার বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ(২৭) ও ফকিরহাট উপজেলার লখপুর এলাকর শুকুর শেখ এর ছেলে সাইদুল রহমান (২৫)। তারা তিন জন স্থানীয় একটি মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন।
রামপাল থানার (ওসি) এএম আশরাফুল আলম জানান, নিহত তিন জন রামপালের ফয়লা বাজার থেকে মোটরসাইকেল যোগে বেলাই এলাকায় যাওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মৃতদেহ উদ্ধার। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/পিটিএম