সরকারি চাকরিতে আবেদনের ফি বাড়ল, ১৩ থেকে ২০ গ্রেডে দ্বিগুণ
২৪ আগস্ট ২০২৩ ২২:২৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ২২:৪০
ঢাকা: বিভিন্ন গ্রেডে সরকারি চাকরিতে আবেদনের ফি বাড়িয়েছে সরকার। এর ফলে নবম থেকে ২০তম গ্রেডের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির আবেদন করতে চাইলে আগের চেয়ে বেশি টাকা গুনতে হবে। একইসঙ্গে পরীক্ষার ফি-এর সঙ্গে টেলিটকের সার্ভিস চার্জ এবং তার ওপর প্রযোজ্য ভ্যাটও দিতে হবে প্রার্থীকেই।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নবম গ্রেডের সরকারি চাকরিতে আবেদনের ফি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। দশম গ্রেডে আবেদন ফি রাখা হয়েছে আগের মতো ৫০০ টাকা। ১১ ও ১২তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ধরা হয়েছে ৩০০ টাকা, যা আগে নির্ধারণ করা ছিল না। এ ছাড়া ১৩ থেকে ২০তম গ্রেডের চাকরিতে আবেদনের ফি দ্বিগুণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়। তবে উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা পরিপত্রটির কথা জানাজানি হয়েছে এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট)।
পরিপত্র অনুযায়ী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি নেয়া যাবে। পরীক্ষার ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে। আর টেলিটকের এই কমিশনের সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট।
নতুন নির্দেশনা অনুযায়ী, নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ৬০০ টাকার সঙ্গে যুক্ত হবে টেলিটকের ১০ শতাংশ কমিশন ৬০ টাকা। এর ওপর ভ্যাট প্রযোজ্য হবে ১৫ শতাংশ, তথা আরও ৯ টাকা। সে হিসাবে এই গ্রেডের চাকরিপ্রার্থীদের আবেদনের খরচ হবে ৬৬৯ টাকা।
একইভাবে দশম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ৫০০ টাকা। ৫০ টাকা সার্ভিস চার্জ ও ৭ টাকা ৫০ পয়সা ভ্যাটসহ তাদের আবেদনের মোট খরচ হবে ৫৫৭ টাকা ৫০ পয়সা। আর ১১ ও ১২তম গ্রেডে আবেদন ফি ৩০০ টাকা অনুযায়ী আবেদনের মোট খরচ হবে ৩৩৪ টাকা ৫০ পয়সা।
১৩ থেকে ১৬তম গ্রেডের চাকরির জন্য আগে আবেদন ফি ছিল ১০০ টাকা। এই ফি এখন করা হয়েছে ২০০ টাকা। সার্ভিস চার্জ ও ভ্যাটসহ এসব গ্রেডের চাকরির জন্য আবেদনের মোট খরচ পড়বে ২২৩ টাকা।
আবেদনের ফি দ্বিগুণ হয়েছে ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরির জন্য। এসব গ্রেডের ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এর সঙ্গে ১০ টাকা সার্ভিস চার্জ আর ১ টাকা ৫০ পয়সা ভ্যাট যোগ করলে আবেদনের মোট খরচ দাঁড়াবে ১১১ টাকা ৫০ পয়সায়।
এর আগে সরকারি চাকরিতে আবেদনের ফি নিয়ে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করা হয়েছিল। ১৭ আগস্টের নতুন পরিপত্রে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে এবং গত বছরের ওই পরিপত্রটি বাতিল হয়ে যাবে।
সারাবাংলা/জিএস/টিআর