Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষায় নকল সরবরাহ, ৩ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ২০:৫৮

নরসিংদী: জেলার রায়পুরা উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তিন যুবককে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এসময় নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রহিমাহক চেতনা বিকাশ মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন— উপজেলার নজরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩১), মেথিকান্দা গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২০) ও সায়দাবাদ গ্রামের বাছেদ মিয়ার ছেলে নূর আলম (২৯)। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(গ) ধারায় তাদের সাজা দেওয়া হয়। এর মধ্যে শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দ্বীন ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নূর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে পুলিশের সহযোগিতায় তাদের জেল হাজতে পাঠানো হয়।

ইউএনও আজগর হোসেন বলেন, বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত তিনজন যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে কলেজে যায়। পুলিশ সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের মুঠোফোনে প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। এছাড়া পরীক্ষায় নকল করার অভিযোগে রুবেল মিয়া নামে রায়পুরা সরকারি কলেজের এক ছাত্রকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

সারাবাংলা/এনএস

এইচএসসি পরীক্ষা নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর