Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে তত গ্রহণযোগ্য হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ১৯:৩৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ২০:৫২

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘ। আর আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে দেশে-বিদেশে তত গ্রহণযোগ্য হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘের সমন্বয়ক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ চায় নির্বাচনে বিএনপির মতো বড় রাজনৈতিক দল অংশ নিক। নির্বাচনে আসতে তাদের কেন জোরাজুরি করব? রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তাদের অধিকার। এটা কোনো সুযোগ নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়কের দাবিতে বিরোধীদল যেভাবে জোর দিচ্ছে সেসব বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই, মাথাব্যথা নেই। তারা বলেছে, এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকের আলোচনা একটু ভিন্ন ছিল। আলোচনায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের উন্নয়ন, এসডিজিতে করণীয় নিয়ে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হওয়া ব্যাপক উন্নয়ন-অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।’

ওবায়দুর কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের গ্রহণযোগ্য টপ নিউজ নির্বাচন প্রতিযোগিতামূলক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর