ব্রিকস’র সদস্য হওয়ার ডাক পেলো ৬ দেশ
২৪ আগস্ট ২০২৩ ১৬:৩৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ১৯:৫৫
ব্রিকস’র পূর্ণ সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন জোটের বর্তমান প্রেসিডেন্ট ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশগুলো হলো— মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। খবর এনডিটিভি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই তথ্য জানান। তিনি বলেন, দেশগুলো ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে। যা আগামী বছর ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সিরিল রামাফোসা বলেন, ‘প্রথম পর্যায়ে ব্রিকস সম্প্রসারণ করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সদস্য পদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ব্রিকস’র সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অন্য দেশের স্বার্থকে গুরুত্ব দেই। আমাদের পররাষ্ট্র মন্ত্রীদের জোটের অংশীদারিত্বের মডেল তৈরি এবং সম্ভাব্য দেশগুলোর তালিকা (যারা জোটে যোগ দিতে চায়) আরও তৈরি করার দায়িত্ব দিয়েছি।’
এই জোটে যুক্ত হওয়ার জন্য প্রায় ২০টি দেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। যা বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ এবং তিন বিলিয়নেরও বেশি লোকের প্রতিনিধিত্ব করে। জোহানেসবার্গে শুরু হওয়া তিন দিনের ব্রিক’র এই শীর্ষ সম্মেলনে আরও ৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছেন। যা বৃহস্পতিবার শেষ হবে।
সারাবাংলা/এনএস