ডিজিটাল ব্যাংকে বিনিযোগ করবে ইসলামী ইন্স্যুরেন্স
২৪ আগস্ট ২০২৩ ১৫:০০
ঢাকা: আলোচিত ডিজিটাল ব্যাংকে বিনিযোগ করতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ডিজিটাল ব্যাংকে তারা সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে। যা ব্যাংকটির মোট মূলধনের ১০ শতাংশ। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১২৫ কোটি টাকা।
কয়েকটি কোম্পানি মিলে একটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। তবে তার আগের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।
জানা গেছে, ২০০৯ সালে তালিকাভুক্ত এই বিমা কোম্পানির পরিশোধিত মূলধন ৪১ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ২১৫টি। কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার লেনদেন শুরু হয় ৪৭ টাকা ৩০ পয়সা।
এর আগে ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করেছে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান। আবেদনকারীদের মধ্যে সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও আছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর, তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি ওষুধ কোম্পানি ও ঢেউশিট উৎপাদনকারী কোম্পানি, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি কোম্পানির মতো দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে। লাইসেন্স পেতে প্রতিষ্ঠানগুলোর কেউ এককভাবে আবার কেউ যৌথ উদ্যোগে আবেদন করেছে।
জানা যায়, নগদ টাকার ব্যবহার কমিয়ে আনা ও লেনদেন আরও সহজ করতে সরকারের ‘ক্যাশলেস সোসাইটি’গড়ার উদ্যোগে ডিজিটাল ব্যাংক চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শাখা, উপশাখা, এটিএম বুথ ছাড়াই পুরোপুরি প্রযুক্তি নির্ভর চলবে ‘ডিজিটাল ব্যাংক। থাকবে না সশরীরে লেনদেনের কোনো ব্যবস্থা। মোবাইল আর ডিজিটাল যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দেবে ব্যাংক সেবা। সম্প্রতি দেশে এই ধরনের ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এ জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনও আহ্বান করা হয়। এই আবেদনে সাড়া দিয়ে বেসরকারি খাতের ১০টি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত খাতের ৪টি ব্যাংক, নগদ, বিকাশ, বাংলালিংক ও পাঠাওসহ মোট ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
এর আগে গত ১৪ জুন ‘ডিজিটাল ব্যাংক নীতিমালা’চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১০ শর্ত অনুসরণ করতে হবে। আর ঋণ বিতরণের জন্য পাঁচটি শর্ত অনুসরণ করতে হবে।
সারাবাংলা/জিএস/এনইউ