জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক বিকেলে
২৪ আগস্ট ২০২৩ ১৪:২০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ১৬:০০
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বিকেলে বৈঠক বসতে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আগামী সংসদ নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে অবস্থান তুলে ধরতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করবে।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন-দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আহমেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
সারাবাংলা/এনআর/এনইউ