Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ১১:১৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ১৩:৩৪

গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাকের চাপায় বিপ্লব ইসলাম (৫১) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

জানা গেছে, সকালে মোটরসাইকেলে ডিউটিতে যাচ্ছিলেন বিপ্লব ইসলাম। জিরোপয়েন্টে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। চালককে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনইউ

গাইবান্ধা ট্রাফিক পুলিশ নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর