Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিইউ হাসপাতালে নেই বিশেষায়িত চিকিৎসক-সেবিকা, অভিযানে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ০০:৫৬

প্যানকেয়ার আইসিইউ হাসপাতাল। ছবি: সারাবাংলা

নোয়াখালী: প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষায়িত চিকিৎসক ও সেবিকা ছাড়াই হাসপাতাল পরিচালনা করায় নোয়াখালী জেলা শহর মাইজদীর প্যানকেয়ার আইসিইউ হাসপাতালের আইসিইউ বিভাগ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনুমোদন না থাকায় হাসপাতালের রেডিওলজি বিভাগও বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ওই হাসপাতালে চালানো ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ। অভিযানে নানা অনিয়মের অভিযোগে হাসপাতালের মালিককে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে দাবি করা টাকা না পেয়ে এক রোগীকে আটক ও হত্যার অভিযোগ ওঠে এই হাসপাতালের বিরুদ্ধে। অভিযানে ওই ঘটনার তদন্ত কর্মকর্তা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিনও উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাইমা নুসরাত জেবিন বলেন, হাসপাতালে যে পরিমাণ অনিয়ম ছিল, তাতে আরও বেশি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তাদের আইসিইউ বিভাগ অনিয়মে ভরপুর। ডাক্তার-নার্স কিছুই নেই। আর রেডিওলজি বিভাগের তো অনুমতিই নেই। তাই আইসিইউ ও রেডিওলজি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে অভিযানের সময় প্যানকেয়ারের মালিক আবদুল মালেক মানিক সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি খায়রুল আনাম রিফাতকে লাঞ্ছিত করেন। পরে আদালতের কাছে তিনি ক্ষমা চান।

এর আগে বিষপানে অসুস্থ সোনাইমুড়ি উপজেলার আমকি গ্রামের বাবর আহম্মদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাকে সেখান থেকে এনে নিজের প্যানকেয়ার হাসপাতালে ভর্তি করেন মানিক। শনিবার বিকেলে রোগীর স্বজনদের কাছে এই হাসপাতাল ৪৭ হাজার টাকা বিল দাবি করে। স্বজনরা ২৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারলে হাসপাতালের কক্ষে তালা লাগিয়ে ওই রোগীকে আটকে রেখে স্বজনদের বের করে দেয় প্যানকেয়ার কর্তৃপক্ষ। পরদিন রোববার দুপুরে সদর হাসপাতালের বারান্দায় বাবরের মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের স্বজনরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিনকে প্রধান করে জেলা সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করে দেন। সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, প্রতিবেদনের আলোকে ওই হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/টিআর

নোয়াখালী প্যানকেয়ার হাসপাতাল ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল বন্ধ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর